ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মঠবাড়িয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন : ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনী বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ মজিবর রহমান মোল্লাকে (৫৮) নির্যাতন করেছে ইউপি চেয়ারম্যান ও তার দলবল। এ ঘটনায় ভুক্তভোগী মজিবর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় ভাগিনা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়াসহ ৫ জন এবং আরো ১৫ থেকে ২০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। গত ৩ দিনে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই আওয়ামী লীগ নেতা।


মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতাকে মারধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী থানায় মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মামলা সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা মামা-ভাগ্নে আলাদা পৃথক দুই প্রার্থীর পক্ষে কাজ করার জেরে মিরাজ বিভিন্ন সময় মামা মজিবর মোল্লাকে অপমান অপদস্ত করেছে। গত ২২ জানুয়ারি দুপুরে মজিবর সাপলেজা বাজারে স্বর্ণের দোকানে অবস্থান করলে মিরাজ এবং তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।


সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

ads

Our Facebook Page